এ বছরের ২০ ফেব্রুয়ারী ছিলো প্রখ্যাত স্থপতি লুই কানের ১২০ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট ১৩মার্চ, রাত আট ঘটিকায় Sundaram Tagore পরিচালিত Louis Kahn's Tiger City প্রমাণ্যচিত্রটি কেবলমাত্র বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট এর সদস্যদের জন্য অনলাইনে প্রদর্শন করার উদ্যোগ নিয়েছে। প্রদর্শনীর পূর্বে প্রামাণ্যচিত্রটির পরিচালক স্বয়ং তাঁর সংক্ষিপ্ত বক্তব্য প্রদানে সম্মতি দিয়েছেন। অনুষ্ঠানটির জুম লিংক ইমেইলে সদস্যদের নিকট প্রেরিত হবে।
গত ২০ ফেব্রুয়ারী লুই কানের ১২০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট সংসদ ভবনের সামনে একটি প্রদর্শনীর আয়োজন করে যে প্রদর্শনীটি বছরব্যাপী বাংলাদেশের বিভিন্ন শহরে প্রদর্শিত হবে। এই চলমান প্রদর্শনীটি বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউটের মাল্টি পারপাস হলে আগামী ১৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
Affiliations
Mailing Address
Contact