গত ২০ ফেব্রুয়ারি ২০২১ ছিলো স্থপতি লুই আই কানের ১২০তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে গত ১৩ মার্চ ২০২১ তারিখে সুন্দরম ঠাকুর পরিচালিত "লুই কান'স টাইগার সিটি" শীর্ষক প্রামাণ্যচিত্রটি বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউটের সদস্যদের জন্য জুম মাধ্যমে অনলাইনে সম্প্রচারিত হয়। সম্প্রচারের পূর্বে সুন্দরম ঠাকুর বক্তব্য প্রদান করেন।
একই সাথে ১৩ মার্চ ২০২১ তারিখে আইএবি সেন্টার, আগারগাঁও-এ "শ্রদ্ধার্ঘ্য কান" শীর্ষক ভ্রাম্যমাণ প্রদর্শনীটির ২য় পর্ব সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। উল্লেখ্য যে গত ২০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবণ সংলগ্ন মানিক মিয়া এভিনিউ'র ফুটপাথে ভ্রাম্যমাণ এই প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
আইএবি সেন্টারের মাল্টিপারপাস হলে প্রদর্শনীটি ১৮ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত (প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা) প্রদর্শিত হবে।
গত ২০ ফেব্রুয়ারি সংসদ ভবনের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস। লুই আই কান ও সংসদ ভবন নিয়ে তাঁর এই প্রাঞ্জল ও জ্ঞানগর্ভ দীর্ঘ বক্তব্যটি উপস্থিত দর্শক শ্রোতাদের বিমোহিত করে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউটের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) স্থপতি মোঃ ইশতিয়াক জহির, প্রাক্তন সভাপতি স্থপতি জালাল আহমেদ, স্থপতি কাজী গোলাম নাসির এবং স্থপতি আবু সাঈদ মোস্তাক আহমেদ , গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মনজুর রহমান, স্থপতি সাইফ উল হক, স্থপতি ইকবাল হাবিব, স্থপতি নুরুর রহমান খান, স্থপতি এনামুল করিম সহ আরো অনেক স্থপতি।
"লুই আই কানের ১২০তম জন্মবার্ষিকী উদযাপন পরিষদ" এবং এর স্বেচ্ছাসেবক দলের সার্বিক সহযোতিয়ায় অনুষ্ঠানটি সফল হয়। প্রদর্শনীটির জন্য প্রদর্শনী সামগ্রী দিয়ে সহায়তা প্রদান করেছেনঃ স্থপতি শামসুল ওয়ারেস, স্থপতি সাইফ উল হক, স্থপতি কাজী খালিদ আশরাফ, স্থপতি আদনান জিল্লুর মোর্শেদ, স্থপতি এনামুল করিম, স্থপতি মেরিনা তাবাশ্যুম, স্থপতি নুরুর রহমান খান, স্থপতি সাজিদ-বিন-দোজা, এবং স্থাপত্য অধিদফতর (বাংলাদেশ) ও আর্কিটেকচারাল আর্কাইভ পেনসেলভেনিয়া ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র)।
এছাড়াও এ আয়োজনে স্পন্সর হিসেবে সহযোগিতা প্রদান করেছেনঃ
ভিস্তারা আর্কিটেক্টস প্রাইভেট লিমিটেড, ভিত্তি স্থপতিবৃন্দ লিঃ ও তানিয়া করিম এনআর খান এন্ড এ্যাসোশিয়েটস।
"লুই আই কানের ১২০তম জন্মবার্ষিকী উদযাপন পরিষদ" এর সার্বিক সহযোগিতায়" ভ্রাম্যমাণ এই প্রদর্শনীটি বছরব্যাপী দেশের আরো বিভিন্ন জেলায় প্রদর্শিত হবে।
Affiliations
Mailing Address
Contact