আজ ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এই দিনে বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট স্বাধীন বাংলাদেশের এই মহান স্থপতিকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে। দিনটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট একটি অনলাইন-স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ঊনসত্তরের গণআন্দোলনের তুখোড় ছাত্রনেতা মাননীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা ডাকসুর ভিপি হিসেবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও মুখপাত্রের দায়িত্বে নিয়োজিত থেকে ঊনসত্তরের গণঅভ্যুত্থান ঘটিয়ে শেখ মুজিবুর রহমানসহ আগরতলা ষড়যন্ত্র মামলার সকল আসামীকে কারাগার থেকে মুক্ত করার ঐতিহাসিক ঘটনায় নেতৃত্ব দেন। তিনি রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানকে "বঙ্গবন্ধু" উপাধিতে ভূষিত করার ঘোষণা পাঠ করেন । উনসত্তরের গণআন্দোলনকে অভিহিত করা হয় মহান মুক্তিযুদ্ধের 'ড্রেস রিহার্সেল' হিসেবে। বঙ্গবন্ধুকে নিয়ে আজকের এই স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে ইতিহাসের নানান বলা না বলা কথা উঠে আসবে অতিথির সঙ্গে এই আলাপচারিতায়।
সম্মানিত অতিথির সাথে আলাপচারিতার পাশাপাশি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' থেকে কিছু অংশ পাঠ করা হবে।
___
অনুষ্ঠানটি বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট-এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। লিংকঃ
https://www.facebook.com/
Affiliations
Mailing Address
Contact