সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপনা নির্মাণের জন্য বৃক্ষ নিধন ও নতুন স্থাপনা নির্মাণ কাজের বিষয়ে বাস্থই'র গৃহিত পদক্ষেপ সম্পর্কে অবহিতকরণ:
অতি সম্প্রতি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রকল্প নির্মাণের নামে প্রায় অর্ধশত বৃহৎ গাছ কেটে ফেলা হয়েছে এবং হচ্ছে, দেশের সচেতন পেশাজীবী সংগঠন হিসাবে বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট এর তীব্র প্রতিবাদ প্রকাশ করছে।
বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট বিষয়টি অবগত হবার পর থেকে বিগত কয়দিনে যে উদ্যোগ নিয়েছে সেগুলো নিম্নরূপ:
০১. গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদ এর পাশাপাশি বিশ্বস্ত সূত্র হতে তথ্য উপাত্ত সংগ্রহ করে।
০২. প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত স্থাপত্য অধিদপ্তর ও প্রধান স্থপতি এবং সংশ্লিষ্ট অন্যান্য সকল মহলের সাথে যোগাযোগ স্থাপন করে বিষয়টি নিয়ে কথা বলা হয়।
০৩. সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ স্থাপন করে এই বিষয়ে বাস্থইর অবস্থান যুক্তি সহকারে উপস্থাপন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
০৪. এরই ধারাবাহিকতায় বিশেষ নির্বাহী সভা আহ্বান করে বিস্তারিত আলোচনার পর বাস্থই, এই চলমান প্রতিবাদের অংশ হিসাবে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী বরাবর একটি পত্র প্রেরণ করে যার অনুলিপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, প্রধান স্থপতি, স্থাপত্য অধিদপ্তরের এবং প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তরের বরাবর প্রেরণ করা হয়। [পত্রটি সংযুক্ত করা হলো]
একটি পেশাজীবী সংগঠন হিসেবে বাাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট এ ধরনের ইস্যুভিত্তিক বিষয়গুলোতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং নির্ভরযোগ্য তথ্যসূত্রের ভিত্তিতে প্রাতিষ্ঠানিকভাবে প্রক্রিয়া করে। বাস্থই এ বিষয়ে সকলের সার্বিক সমর্থন কামনা করছে।