পহেলা আষাঢ় ১৪২৮ (১৫ জুন ২০২১) তারিখ বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর সোশ্যাল রেস্পন্সিবিলিটি কমিটির উদ্যোগে বাস্থই প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়।
বাস্থই সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন নৈতিক দায়িত্ব হিসাবে সকল স্থপতিকে বৃক্ষ রোপণের আহবান জানিয়ে বলেন, প্রয়োজনে দুইজন স্থপতি মিলে একটি বৃক্ষ রোপণ করে পরিবেশের প্রতি আমাদের মমতা প্রকাশ করা উচিত। তিনি এই উদ্যোগকে চলমান রাখা এবং আরও বৃহৎ পরিসরে পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।
কমিটির সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির জাতীয় নীতি অনুযায়ী অন্তত তিন ধরনের বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন যে, পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি গাছ লাগানো সর্বাধিক উপযোগী।
বাস্থই সাধারণ সম্পাদক ও সোস্যাল রেস্পন্সিবলিটি কমিটির সদস্য সচিব স্থপতি ফারহানা শারমীন ইমু উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করে বলেন যে, এই উদ্যোগ আগামীতেও চলমান থাকবে এবং স্থপতি সমাজ, অন্যান্য সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।
আষাঢ় উদযাপনের এই ব্যতিক্রমী আয়োজনটিতে বাস্থই নির্বাহী পরিষদ এবং সোস্যাল রেস্পন্সিবলিটি কমিটির বেশ কয়েকজন সদস্য ছাড়াও প্রাক্তন বাস্থই সভাপতি স্থপতি আবু সাঈদ এম আহমেদ এবং আইএবি সেন্টার ফ্যাসিলিটিজ ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট কমিটির সভাপতি স্থপতি এহসান খান উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি আয়োজক কমিটির সদস্যদের অনুপ্রাণিত করেন।