আগামী ৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা UNEP বিশ্বব্যাপি ”International Day of Clean Air for Blue Skies” উদযাপন করবে। এ বছরের মূল প্রতিপাদ্য বিষয় “Healthy Air, Healthy Planet”।
দিনটি উপলক্ষে অন্যান্য আয়োজনের সাথে বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট একই দিনে সদস্যদের ফটোগ্রাফি এবং সদস্যদের সন্তানদের হাতে আঁকা ছবি নিয়ে দু'টি অনলাইন প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে।
প্রদর্শনী-০১:
"স্থাপত্য - প্রকৃতি - আকাশ" বিষয়ে স্থপতিদের তোলা ফটোগ্রাফ নিয়ে অনলাইন প্রদর্শনী।
প্রদর্শনী-০২:
“যেমন খুশি তেমন আঁকো” এবং “আমার আকাশ” বিষয়ের উপর সদস্যদের সন্তানদের হাতে আঁকা ছবির অনলাইন প্রদর্শনী ।
প্রদর্শনী বিষয়ক বিস্তারিত তথ্য ও অংশগ্রহণের নিয়ম আপনাদের জন্য ২৪ অগাস্ট ২০২১ তারিখে মেইলের (অনুস্মারক ইমেইলঃ ২৯ অগাস্ট ২০২১) সাথে সংযুক্তি আকারে দেয়া হয়েছে ।
আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য।