আজ ৭ সেপ্টেম্বর ২০২১, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা UNEP এর উদ্যোগে সমগ্র বিশ্বব্যাপি আন্তর্জাতিক “Clean Air for Blue Skies” দিবস পালিত হচ্ছে।
এ দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট তার সদস্যদের নিজের হাতে তোলা ফটোগ্রাফ নিয়ে একটি ভার্চুয়াল ফটোগ্রাফি প্রদর্শনী এবং একই সাথে সদস্যদের সন্তানদের হাতে আঁকা চিত্রকর্ম সংকলন করে একটি অনলাইন ভিডিও প্রদর্শনী আয়োজন করেছে।
বাস্থই সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন আজ এই দুটি ভার্চুয়াল প্রদর্শনী উদ্বোধন করেছেন।