গত ১৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (বাস্থই) এর মধ্যে Electronic Construction Permit System (ECPS) বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় প্যান পাসিফিক সোনারগাঁ ঢাকা হোটেলে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর পক্ষে সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর পক্ষে চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নূরী স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এই ECPS বাস্থই এর মেম্বারশিপ পোর্টাল এর সাথে স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত। রাজউক এই পদ্ধতি সম্পূর্ণরূপে কার্যকর করলে ভবন অনুমোদন প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে এবং যে কোন প্রকার অনিয়ম ও সময়ক্ষেপণ রোধ করা সম্ভব হবে।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর পক্ষ থেকে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক স্থপতি ফারহানা শারমীন ইমু, সম্পাদক পেশা স্থপতি বায়েজীদ মাহবুব খোন্দকার এবং প্রাক্তন সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি মামনুন মুর্শেদ চৌধুরী।