গত ২১ সেপ্টেম্বর ২০২১ তারিখে প্রয়াত স্থপতি বশিরুল হকের বাসভবনে একটি বৈঠকের মাধ্যমে "বশিরুল হক ডিজিটাল আর্কাইভ" এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের উদ্যোগে প্রথিতযশা স্থপতিবৃন্দের স্থাপতিক কর্ম ও গবেষণাসমূহ ডিজিটাল আর্কাইভ গঠনের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অভিপ্রায়ের প্রথম পদক্ষেপ হিসেবে বরেণ্য স্থপতি প্রয়াত বশিরুল হকের কাজসমূহ ডিজিটাল আর্কাইভ করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গত ২৪ জুন ২০২১ তারিখে প্রয়াত স্থপতির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনলাইন স্মরণসভায় বাস্থই এই প্রস্তাব প্রকাশ করে এবং পরবর্তীতে ২২ আগস্ট ২০২১ তারিখে বাস্থই এর সাথে প্রয়াত স্থপতির পরিবারের পক্ষ থেকে তাঁর সহধর্মিণী অধ্যাপক ফিরদৌস আজীম একটি সম্মতি পত্র সাক্ষর করেন।
গত ২১ সেপ্টেম্বর ২০২১ এর বৈঠকে প্রয়াত স্থপতির পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ফিরদৌস আজীম; বশিরুল হক এ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে স্থপতি সৈয়দ মনিরুল ইসলাম ও স্থপতি এইচ এম আল রাকিব; এবং বাস্থই এর পক্ষ থেকে সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) স্থপতি মোঃ ইশতিয়াক জহির, সাধারণ সম্পাদক স্থপতি ফারহানা শারমীন ইমু, প্রকাশনা ও প্রচার সম্পাদক স্থপতি শেখ ইতমাম সউদ, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পাদক স্থপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন; বরেণ্য স্থপতি নাহাস আহমেদ খলিল, স্থপতি মুহতাদিন ইকবাল, স্থপতি সাকিব আহসান চৌধুরী, স্থপতি সালমান রহমান ও স্থপতি চৌধুরী প্রতীক বড়ুয়া উপস্থিত ছিলেন।