সম্প্রতি কুমিল্লা, রংপুর এর পীরগঞ্জ সহ দেশের বিভিন্নস্থানে বাঙ্গালী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা চলাকালীন সময়ে হিন্দুধর্মাবলম্বীদের বাড়ি ও মন্দিরে যে অনাকাঙ্খিত হামলা হয়েছে, বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছে ও ক্ষোভ প্রকাশ করছে। বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট বাংলাদেশের স্থপতিদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত সকলকে আন্তরিক সমবেদনা ও তাদের সাথে একাত্মতা প্রকাশ করে দোষীদের প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে যাতে করে ভবিষ্যতে এহেন ন্যাক্কারজনক ঘটনার পূণরাবৃত্তি না ঘটে।
বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট মহান মুক্তিযুদ্ধ ও সংবিধানের অন্যতম ভিত্তি ধর্মনিরপেক্ষতার বিষয়ে বর্তমান সরকারের গৃহীত ইতিবাচক সকল পদক্ষেপের সাথে একাত্মতা প্রকাশ করে দেশ গড়ার কাজে সকল প্রকার সহায়তা প্রদানের অঙ্গীকার পূনর্ব্যক্ত করছে।