আগামী ৩ ডিসেম্বর ২০২১, শুক্রবার বাস্থই'র ২৪তম নির্বাহী পরিষদের বার্ষিক সাধারণ সভা অনলাইনে আয়োজিত হতে যাচ্ছে।
বার্ষিক সাধারণ সভায় যোগদান করে নির্বাহী পরিষদের সম্পাদিত সকল কাজের মূল্যায়ন এবং মতামত প্রদান আপনার গঠনতান্ত্রিক অধিকার।
তাছাড়া সদস্য হিসাবে স্থপতিদের স্বার্থ ও স্থাপত্য পেশাকে আরও সুসংহত করতে বিভিন্ন পদক্ষেপ সংক্রান্ত আপনার পরামর্শ অথবা চাহিদার কথা জানানোর জন্য বার্ষিক সাধারণ সভা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্মুক্ত মঞ্চ।
আশা করছি, বাস্থই নির্বাহী পরিষদের ঐকান্তিক চেষ্টা এবং আপনাদের সবার সানুগ্রহ অংশগ্রহণ, এইবারের বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমন্ডিত করে তুলবে।
ধন্যবাদ
স্থপতি ফারহানা শারমীন ইমু
সাধারণ সম্পাদক, বাস্থই
Affiliations
Mailing Address
Contact