News: বাংলাদেশের তরুন স্থপতিদের সমন্বয়ে গঠিত একটি দল কর্তৃক ২০২১ সালের ARCASIA Ar. Barry Will Award অর্জন

বাংলাদেশ স্থপতি ইন্‌স্‌টিটিউট অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, বাংলাদেশের তরুন স্থপতিদের সমন্বয়ে গঠিত একটি দল ২০২১ সালের ARCASIA Ar. Barry Will Award অর্জন করেছে। আর্কএশিয়ার প্রয়াত চেয়ারম্যান স্থপতি ব্যরী উইল, যিনি আর্কএশিয়ার বৃদ্ধি, ঐক্য এবং সম্প্রীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন, তাঁর স্মরণে HKIA এবং উইল পরিবারের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ARCASIA Ar. Barry Will Award পুরষ্কারটি সদস্য দেশগুলোর তরুণ স্থপতি (৪০ বছরের কম বয়সী) এবং স্থাপত্য ছাত্র/ ছাত্রীদের প্রস্তাবিত সামাজিকভাবে স্থাপত্য বা পরিবেশগত উন্নয়নের সাথে সম্পর্কিত প্রকল্পকে উৎসাহিত করার জন্যই প্রদান করা হয়েছে। প্রতি বছর একটি প্রজেক্টকে এই Award প্রদান করা হবে।
স্থপতি মাহমুদা আলম, স্থপতি মোঃ মাশুক উল আলম, স্থপতি নাহিয়ান ইসলাম, স্থপতি নূহাশ আকন্দ এবং স্থপতি সামিয়া আনোয়ার রাফা-র সমন্বয়ে গঠিত বাংলাদেশী স্থপতিদের দল, যা কিনা POCAA নামেই সমধিক পরিচিত, ২০২১ সালের ARCASIA Ar. Barry Will Award অর্জন করায় বাস্থই'র পক্ষ থেকে তাদের প্রতি প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। Award প্রাপ্ত তাঁদের প্রজেক্টের নাম Common Ground: Community-led Productive Garden and Learning Center.
প্রথমবারের মতো আয়োজিত ARCASIA Ar. Barry Will Award-এ অংশগ্রহণ করে আর্কএশিয়ার সকল সদস্য দেশের সাথে প্রতিযোগিতা করে বিজয়ী হওয়া, নি:সন্দেহে এশিয়া তথা বিশ্বে বাংলাদেশী স্থপতিদের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করেছে।
বাস্থই আশা করছে, বাংলাদেশী স্থপতিদের সাফল্যের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

Affiliations

SAARCH
SAARC
Association of Architects
ARCASIA
Architects Regional Council Asia

CAA
Commonwealth Association of Architects
UIA
Union International Des Architects

Mailing Address

IAB Centre, Plot-11, Road-7, Block-E, Agargaon Sher-E-Banglanagar, Dhaka.

Contact

Tel: +880255007196, +880255007197

Email: mail@iab.com.bd


© 2024 Institute of Architects Bangladesh
Powered by Data Core Lab