News: ARCASIA Awards for Architecture-2020 প্রতিযোগিতায় বাংলাদেশের IAB Centre প্রজেক্টটির পুরস্কার লাভ

বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, গতকাল ৩১ অক্টোবর ২০২১ তারিখে আর্কএশিয়ার চলমান ৪১তম কাউন্সিল মিটিং ও ARCASIA Awards for Architecture-2021 সালে অনুষ্ঠিত ARCASIA Awards for Architecture এ বাংলাদেশ থেকে প্রেরিত মোট তিনটি প্রজেক্টকে Honorable Mention পুরস্কার প্রদান করা হয় ।
ARCASIA Awards for Architecture-2020 প্রতিযোগিতায় বাংলাদেশের IAB Centre প্রজেক্টটি এই পুরস্কার লাভ করে । ”IAB Center” শীর্ষক প্রজেক্টটির নকশাকারী ছিলেন স্থপতি এহসান খান, স্থপতি ইশতিয়াক জহির, স্থপতি ইকবাল হাবিব, স্থপতি ভূইঁয়া এ আর এম তারেক, স্থপতি মো: জুবায়ের হাসান এবং স্থপতি মোহাম্মদ শাবাব হাবিব খান।
ARCASIA Awards for Architecture-2021 প্রতিযোগিতায় Single-Family Residential Complexes ক্যাটাগরীতে Honorable Mention পুরস্কার প্রাপ্ত প্রজেক্টের নামঃ Sabuj Pata এবং এর নকশাকারী হলেন স্থপতি আছিয়া করিম এবং স্থপতি নাঈম আহমেদ কিবরিয়া।
ARCASIA Awards for Architecture-2021 প্রতিযোগিতায় Multi-Family Residential Complexes ক্যাটাগরীতে Honorable Mention পুরস্কারে ভূষিত হওয়া প্রজেক্টের নামঃ The Statesman এবং এর নকশাকারী হলেন স্থপতি শ্যাহলা করিম কবির, স্থপতি শুভ্র শোভন চৌধুরী,স্থপতি সায়েকা ইকবাল মেঘনা, স্থপতি মিনহাজ বিন গাফ্ফার, স্থপতি শাহরিয়ার মান্নান ও স্থপতি সুমাইয়া হাসান।
পুরস্কারপ্রাপ্ত সকল প্রজেক্টের স্থপতি ও তাদের দলের সকল সদস্যকে বাস্থইর পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ।

Affiliations

SAARCH
SAARC
Association of Architects
ARCASIA
Architects Regional Council Asia

CAA
Commonwealth Association of Architects
UIA
Union International Des Architects

Mailing Address

IAB Centre, Plot-11, Road-7, Block-E, Agargaon Sher-E-Banglanagar, Dhaka.

Contact

Tel: +880255007196, +880255007197

Email: mail@iab.com.bd


© 2024 Institute of Architects Bangladesh
Powered by Data Core Lab