চীনের সাংহাই শহরে বর্তমানে ৪১তম আর্কএশিয়া ফোরাম ২০২১ চলমান। করোনা পরিস্থিতির কারণে এবারের ফোরাম অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিবারের মতো এবারের আর্কএশিয়া ফোরামের অন্যতম আকর্ষণ "ফ্রেন্ডশিপ নাইট" এ অন্যান্য সদস্য দেশের মতো বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট তার স্থপতি সদস্যদের পরিবেশনায় নির্মিত একটি ভিডিও প্রচারের জন্য প্রেরণ করেছে।
আজ ১ নভেম্বর ২০২১ তারিখে প্রচারিত এই ভিডিওটি বাস্থই এর সকল সদস্যের উপভোগের জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রচার করা হচ্ছে।