তারিখঃ ১১ নভেম্বর ২০২১
সকল সদস্য
বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট
বিষয়ঃ "শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্ধশতবর্ষে বাংলাদেশ এবং স্থাপত্য" শীর্ষক ওয়েবিনারে আমন্ত্রণ।
প্রিয় বাস্থই সদস্য,
শুভেচ্ছা!
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাস্থই এর উদ্যোগে "ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে স্মারক সৌধ নকশা প্রতিযোগিতা"র বিজয়ী প্রকল্পসমূহ নিয়ে "শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্ধশতবর্ষে বাংলাদেশ এবং স্থাপত্য" শীর্ষক একটি ওয়েবিনার এর আয়োজন করা হয়েছে।
ওয়েবিনারের বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হলোঃ
তারিখঃ ১৩ নভেম্বর ২০২১, শনিবার
সময়ঃ সন্ধ্যা ৭:০০ টা
অনুষ্ঠান সূচীঃ
· প্রতিযোগিতায় বিজয়ী স্থপতিবৃন্দের প্রকল্প উপস্থাপনা;
· প্রকল্প উপস্থাপনায়ঃ
স্থপতি হোসনী মোবারক ও দল (প্রথম স্থান অধিকারকারী)
স্থপতি কাজী ফিদা ইসলাম ও দল (দ্বিতীয় স্থান অধিকারকারী)
স্থপতি মোঃ শাহ আলম ও দল (তৃতীয় স্থান অধিকারকারী)
· নকশা প্রতিযোগিতার উপর নির্মিত অডিও-ভিজুয়াল প্রদর্শনী;
· মুক্ত আলোচনা।
সঞ্চালনাঃ
স্থপতি তৌফিকুর রহমান খান, সম্পাদক (সেমিনার ও সম্মেলন), বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট
ওয়েবিনারটি বাস্থই'র অফিসিয়াল ফেসবুক পেইজে (https://www.facebook.com/IArchBD) সরাসরি সম্প্রচার করা হবে।
আপনাদের সানুগ্রহ অংশগ্রহণে ওয়েবিনারটি সফল ও সার্থকভাবে অনুষ্ঠিত হবে বলে কামনা করছি।
ধন্যবাদান্তে,
স্থপতি তৌফিকুর রহমান খান
সম্পাদক (সেমিনার ও সম্মেলন)
২৪তম নির্বাহী পরিষদ
বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট
সংযুক্তি: "শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্ধশতবর্ষে বাংলাদেশ এবং স্থাপত্য" শীর্ষক ওয়েবিনারের পোষ্টার
Affiliations
Mailing Address
Contact