বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট গভীর শোকের সাথে জানাচ্ছে যে, বাস্থই ফেলো স্থপতি শাহেদা রহমান (আর-০১১) আজ (১৪ নভেম্বর ২০২১) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় এর সাবেক বিভাগীয় প্রধান এবং বুয়েটের সাবেক ডীন ও সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
১৯৭৬ সালে তিনি বুয়েট থেকে স্নাতকত্ব অর্জন করেছিলেন।
বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট তার সকল সদস্যের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।