গতকাল ৫ ডিসেম্বর ২০২১, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে 'Construction of Centenary Monument: Celebrating 100 years of the University of Dhaka and Golden Jubilee of Independence of Bangladesh' শীর্ষক প্রকল্পের আওতায় শতবর্ষ মনুমেন্টের ডিজাইন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত হয়। ডিজাইন প্রতিযোগিতাটি গত বছর মার্চ মাসে সম্পন্ন হলেও করোনা অতিমারীর কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি স্থগিত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর পূর্তির আয়োজন এর সাথে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর সহযোগিতায় অনুষ্ঠানটি গতকাল সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামান। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেনের স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপরে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধক্ষ্য অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছাড়াও আরো পাঁচটি সম্মানসূচক পুরস্কার ঘোষণা করা হয়।
প্রথম স্থান অধিকারকারী
স্থপতি হোসনী মোবারক ও তাঁর দল
দ্বিতীয় স্থান অধিকারকারী
স্থপতি কাজী ফিদা ইসলাম ও তাঁর দল
তৃতীয় স্থান অধিকারকারী
স্থপতি মোঃ শাহ আলম ও তাঁর দল
সম্মানসূচক পুরস্কার
স্থপতি এ কে এম আবু হাসান ও তাঁর দল
স্থপতি মোহাম্মদ তারেক হায়দার ও তাঁর দল
স্থপতি সাব্বির আহমেদ ও তাঁর দল
স্থপতি সাঈদ মোহাম্মাদ ইমরান হোসেন ও তাঁর দল
স্থপতি মোঃ শামসুদ্দীন আহমেদ ভুইয়া ও তাঁর দল
সকল পুরস্কারপ্রাপ্ত সদস্যরা মাননীয় উপাচার্য মহোদয়ের কাছ থেকে একটি সনদপত্র এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতির কাছ থেকে 'Competition Compendium: Competition on Centenary Monument at University of Dhaka' সংকলন গ্রন্থটি পুরষ্কার হিসেবে গ্রহণ করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মাননীয় উপাচার্য মহোদয় প্রথম পুরস্কারপ্রাপ্ত ডিজাইনটি অতিসত্বর বাস্তবায়ন করা হবে বলে আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থপতি তৌফিকুর রহমান খান, সম্পাদক, সেমিনার ও সম্মেলন, বাংলাদেশের স্থপতি ইনস্টিটিউট এবং অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর প্রকাশ ও প্রকাশনা সম্পাদক এবং কম্পিটিশনটির ডিরেক্টর স্থপতি শেখ ইতমাম সউদ।