ACTIVITIES WITHHELD
গত ১৫ ডিসেম্বর ২০২১ তারিখ বাস্থই'র সহযোগিতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত "ঢাকা উত্তর সিভিক সেন্টার ও টাওয়ার ডিজাইন" শীর্ষক উন্মুক্ত নকশা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পাশাপাশি একই দিন সকাল ১১:০০টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম বাস্থই মাল্টিপারপাস হলে এই নকশা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জমা দেয়া মডেল নিয়ে আয়োজিত প্রদর্শনীটি উদ্বোধন করেন।
এসময় বাস্থই সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, সাধারণ সম্পাদক স্থপতি ফারহানা শারমীন ইমু, সম্পাদক পেশা স্থপতি বায়েজিদ মাহবুব চৌধুরী, প্রাক্তন সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির, কম্পিটিশন ডিরেক্টর স্থপতি আশিক ভাস্কর মান্নান, সহ-কম্পিটিশন ডিরেক্টর স্থপতি মাসুদুর রহমান ফাহিম সহ সকল অংশগ্রহণকারী ও সিটি কর্পোরেশন এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
প্রদর্শনীটি ১৮ ডিসেম্বর ২০২১ তারিখ, সকাল ১১:০০ টা থেকে রাত ৯:৩০ পর্যন্ত সকল সদস্যের জন্য উন্মুক্ত থাকবে। সকল সদস্যকে প্রদর্শনীটিতে সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে।