News: বাস্থই কার্যালয়ে "আইএবি গোল্ড মেডেল এবং আইএবি এ্যাওয়ার্ডস ২০২০" এর বিজয়ী ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত

গত ২০ ডিসেম্বর ২০২১ বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের কার্যালয়ে "আইএবি গোল্ড মেডেল এবং আইএবি এ্যাওয়ার্ডস ২০২০" এর বিজয়ী ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্থপতি ইয়াফেস ওসমান। উল্লেখ্য, স্থপতি ইয়াফেস ওসমান বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর প্রথম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন।

অনুষ্ঠানে স্থপতি বশিরুল হককে মরণোত্তর আইএবি গোল্ড মেডেল প্রদান করা হয়। সর্বমোট ১২টি ক্যাটাগরিতে ২টি এ্যাওয়ার্ড, ০১টি অনারারি মেনশন ও ১২টি কমেন্ডেশন পুরস্কার ঘোষণা করা হয়। প্রধান অতিথি ও বাস্থই সভাপতি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মাননীয় মন্ত্রী মহোদয় তাঁর বক্তব্যে বিজয়ী সকলকে অভিনন্দন জানান ও স্থপতিবৃন্দকে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পৃষ্ঠপোষক এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক বুধাদিত্য মুখার্জি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

বাস্থই সাধারণ সম্পাদক স্থপতি ফারহানা শারমিন ইমুর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।

আইএবি এ্যাওয়ার্ডস ২০২০ সম্পর্কিত বিস্তারিত অতিশীঘ্রই প্রকাশ করা হবে।

__

On 20 December 2021, the award declaration and prize giving ceremony of the "IAB Gold Medal and IAB Awards 2020" was held at the premises of the Institute of Architects Bangladesh (IAB). Freedom Fighter Ar. Yeafesh Osman, the Hon'ble Minister of Science and Technology, Government of the People's Republic of Bangladesh, graced the occasion as the Chief Guest. Ar. Yeafesh Osman was the founder General Secretary of the Institute of Architects Bangladesh (IAB). Ar. Mubasshar Hussain, President, IAB gave a welcome speech on the occasion.

Ar. Bashirul Haq posthumously awarded the IAB Gold Medal 2020 at the ceremony. 02 awards, 01 honorary mention & 12 commendations were declared in a total of 12 different categories. The chief guest and the IAB president presented the prizes among the winners.

In his speech, the Hon'ble Minister congratulated all the winners and called upon the architects to devote themselves to the service of the country and the nation.

Mr. Budhaditya Mukherjee, General Manager, Asian Paints Bangladesh Limited, the sponsor of the award giving ceremony; delivered his speech of gratitude.

The ceremony was formally concluded with a vote of thanks by the General Secretary of IAB, Ar. Farhana Sharmin Emu.

Details about the IAB Awards 2020 will be released soon.

Affiliations

SAARCH
SAARC
Association of Architects
ARCASIA
Architects Regional Council Asia

CAA
Commonwealth Association of Architects
UIA
Union International Des Architects

Mailing Address

IAB Centre, Plot-11, Road-7, Block-E, Agargaon Sher-E-Banglanagar, Dhaka.

Contact

Tel: +880255007196, +880255007197

Email: mail@iab.com.bd


© 2024 Institute of Architects Bangladesh
Powered by Data Core Lab