News: KSRM Awards for Future Architects 2021: Best Undergraduate Thesis-2021 এর বিজয়ী ঘোষণা ও জমা দেওয়া প্রকল্পগুলির অনলাইন প্রদর্শনী উদ্বোধন

গত ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার, সন্ধ্যা ৭:০০ টায় ৩য় বারের মতো আয়োজিত KSRM Awards for Future Architects 2021: Best Undergraduate Thesis-2021 এর বিজয়ী ঘোষণা ও জমা দেওয়া প্রকল্পগুলির অনলাইন প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠান অনলাইনে আয়োজন করা হয়। বাংলাদেশ স্থপতি ইন্‌স্‌টিটিউট এর Accredited সব স্থাপত্য স্কুল এর শেষ বর্ষের ছাত্র/ছাত্রীদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতা ইতোমধ্যেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

২০২১ সালের এই প্রতিযোগিতাটি সম্পূর্ন অনলাইনে আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতার এ্যওয়ার্ড কো-অর্ডিনেটর স্থপতি ড. নওরোজ ফাতেমীর সঞ্চালনায় বিজয়ী ঘোষণা ও প্রদর্শনী উদ্বোধনের এই অনুষ্ঠানে বাস্থই সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর প্রতিযোগিতার শুরু থেকে কিভাবে, কোন পদ্ধতিতে এবারের এ্যওয়ার্ড প্রোগ্রাম সম্পন্ন করা সম্ভব হয়েছে সে বিষয়ে বক্তব্য প্রদান করেন বাস্থই’র সম্পাদক (শিক্ষা), স্থপতি আরেফিন ইব্রাহিম। KSRM এর পক্ষ হতে এই পুরস্কার প্রদানের উদ্দেশ্য সম্পর্কে কর্ণেল মো: আশফাকুল ইসলাম (অব:), ইএনজি, মহা-ব্যবস্থাপক (মার্কেট রিসার্চ ও বিজনেস ডেভেরপমেন্ট উইং) অংশগ্রহলকারী সবাইকে অবহিত করেন।

জুরি বোর্ডের সদস্য স্থপতি এহসান খান, এবারের প্রতিযোগিতায় জমা দেয়া সকল প্রজেক্টের বিষয়ে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করার পর জুরি বোর্ড সদস্য স্থপতি সায়কা ইকবাল প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেন। ১ম স্থান অর্জনকারী আহমেদ আল মাসুদ সহ অন্যান্য বিজয়ীগণও তাদের বক্তব্য প্রদান করেন। KSRM এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সারওয়ার জাহান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষাংশে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন বাস্থই সাধারণ সম্পাদক স্থপতি ফারহানা শারমীন ইমু।

৫ জন সন্মানিত জুরি বোর্ড সদস্যের বিবেচনায় এ বছরের প্রতিযোগিতায় বিজয়ীগণঃ

First Position: Ahammad Al Masud
Bangladesh University of Science and Technology (BUET)
Nano Nest 2.0: A Collective Liv[in]g for Individual.

Second Position: Tabassum Sultana
University of Asia Pacific
Soliloquy: Exploring the History of a Cultural Capital, Kushtia

Third Position: Tasneem Jarin
Bangladesh University of Engineering & Technology (BUET)
An Anamnesis: Reconstruction of a War-Torn Community, Syria

Commendation 1: Shahriar Ahmed Shad
BRAC University
Foreroom: Sompura Mahavihara Visitors Center

Commendation 2: Sarina Khan Rumpa
North South University
Hazaribagh Tannery Area: An Alternative Approach to Revitalization

প্রতিযোগিতায় জমা দেয়া সকল প্রজেক্ট নিয়ে একটি অনলাইন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর লিংকঃ
https://artspaces.kunstmatrix.com/…/ksrm-awards-for-the-fut…

Affiliations

SAARCH
SAARC
Association of Architects
ARCASIA
Architects Regional Council Asia

CAA
Commonwealth Association of Architects
UIA
Union International Des Architects

Mailing Address

IAB Centre, Plot-11, Road-7, Block-E, Agargaon Sher-E-Banglanagar, Dhaka.

Contact

Tel: +880255007196, +880255007197

Email: mail@iab.com.bd


© 2024 Institute of Architects Bangladesh
Powered by Data Core Lab