গত ৬ ডিসেম্বর ২০২১ তারিখে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট এর মধ্যে "বার্জার এওয়ার্ডস ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার" শীর্ষক প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। আগারগাঁওস্থ বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট কার্যালয়ের "বার্জার সেমিনার হল" এ এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষের শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট এর পক্ষে ২৪তম নির্বাহী পরিষদের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন এবং বার্জার পেইন্টস এর পক্ষ থেকে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ২৪তম নির্বাহী পরিষদের সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি খান মোহাম্মদ মুস্তাফা খালীদ এবং সাধারণ সম্পাদক স্থপতি ফারহানা শারমীন ইমু সহ অন্যান্য নির্বাহী পরিষদ সদস্যগণ এবং বাস্থই এওয়ার্ডস ম্যানেজমেন্ট কমিটির সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির সহ অন্যান্য কমিটি সদস্যগণ উপস্থিত ছিলেন।
বার্জার পেইন্টস এর সিনিয়র জিএম, সেলস এন্ড মার্কেটিং জনাব মোহসিন হাবিব চৌধুরী এবং হেড - প্রোজেক্ট, প্রোলিংক এন্ড এক্সপেরিয়েন্স জোন জনাব সাব্বির আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের শেষে বাস্থই সভাপতি এবং বার্জার পেইন্টস এর ব্যবস্থাপনা পরিচালক, বর্তমানে দুইটি সংস্থার মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ, পেশাদার সম্পর্ক বিদ্যমান, তা আরও ঘনিষ্ঠ হবে, এই আশাবাদ ব্যক্ত করেন।
Affiliations
Mailing Address
Contact