বাস্থই সহযোগী সদস্য স্থপতি সুলতানা ইমরানা সিকদার (AS-062) আজ, ২১শে ফেব্রুয়ারি ২০২২ ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অস্ট্রেলিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
তিনি ২০০৩ সালে বুয়েট থেকে স্নাতকত্ব অর্জন করেছিলেন।
প্রয়াত স্থপতির পরিবারের প্রতি বাস্থই গভীর সমবেদনা জ্ঞাপন করছে।