প্রয়াত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক 'স্বাধীনতা পুরস্কার ২০২২ (স্থাপত্য)' এ ভূষিত হয়েছেন। স্থাপত্যক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় স্মৃতি সৌধের নকশাকারী এই স্থপতিকে মরণোত্তর রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কার প্রদান করা হলো। স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের পরে তিনি দ্বিতীয় স্থপতি যিনি স্বাধীনতা পদকে ভূষিত হলেন। উল্লেখ্য বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউটের ফেলো সদস্য প্রয়াত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন ১৯৮৮ সালে একুশে পদকে ভূষিত হয়েছিলেন।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার দিয়ে আসছে। এ বছর ১০ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে 'স্বাধীনতা পুরস্কার ২০২২' দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট এই বিরল মুহূর্তে প্রয়াত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
ছবি কৃতজ্ঞতা : জাহিদুল করিম সেলিম