বাস্থই-এর অর্ধ-শতক পূর্তির এই উজ্জ্বল সময়ে আমরা সবাই নব উদ্যমে উজ্জীবিত!
আপনি জেনে আনন্দিত হবেন যে, আগামী শনিবার, ১৯ মার্চ ২০২২ (সন্ধ্যা ৬:১৫) আন্তর্জাতিক নারী দিবস ২০২২ এর প্রতিপাদ্য "টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য"- এর প্রাসংগিকতায় আইএবি সেন্টারে একটি অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। সমাজের বিভিন্ন ক্ষেত্র-পেশার অগ্রসর নাগরিকদের সঙ্গে স্থপতিদের মুক্ত আলোচনার আবহে অনুষ্ঠানটির পরিকল্পনা করা হয়েছে।