News: দেশের বন্যা কবলিত মানুষের জন্য বাস্থই'র জরুরী ত্রাণ কর্মসূচি

আমরা সকলেই অবগত যে, দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল বিপর্যস্ত। সংবাদ পত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সংবাদ অনুযায়ী, অসংখ্য মানুষ গৃহহীন হওয়ার পাশাপাশি ওইসব এলাকায় খাদ্য ও জরুরী সরবরাহের সংকট দেখা দিয়েছে। এহেন পরিস্থিতিতে, বাস্থই তার নিজস্ব সম্পদ থেকে জরুরী ভিত্তিতে একটি তহবিল গঠন করেছে এবং সিলেট সেন্টারের সদস্যদের সাথে নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য খাদ্য ও জরুরি সরবরাহ সংগ্রহসহ প্রয়োজন অনুযায়ী নানান কর্মসূচি গ্রহণ করছে। এই বিষয়ে যেকোন পরামর্শকে স্বাগত জানানো হবে।

বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট তার সদস্যদের কাছে "বাস্থই ত্রাণ তহবিল"-এ উদারভাবে অর্থ দান করার জন্য আবেদন করছে।

এমতাবস্থায়, বাস্থই সদস্যগণ তাঁদের নগদ অনুদান সরাসরি বাস্থই'র ঢাকা কেন্দ্রে বিকাশ অথবা ব্যাংক একাউন্টে পাঠাতে পারেন।

বাস্থই বিকাশ নাম্বার: ০১৭৪৭ ৬৯৫০০১
বিকাশ করার সময় “পেমেন্ট" অপশন ব্যবহার করবেন এবং
রেফারেন্স হিসাবে "IAB Relief Fund" কথাটা অবশ্যই উল্লেখ করবেন।

এছাড়া নিম্নের ব্যাংক একাউন্টেও অনুদান প্রেরণ করা যাবে:
Name of the Account: Institute of Architects Bangladesh
Account Number: 1014 1756 71031
Bank Name: IFIC Bank
Branch: Elephant Road Branch
Address: 73/1, Elephant Road (1st Floor), Dhaka 1205
SWIFT CODE: IFICBDDH014
Routing Number: 120261332

Affiliations

SAARCH
SAARC
Association of Architects
ARCASIA
Architects Regional Council Asia

CAA
Commonwealth Association of Architects
UIA
Union International Des Architects

Mailing Address

IAB Centre, Plot-11, Road-7, Block-E, Agargaon Sher-E-Banglanagar, Dhaka.

Contact

Tel: +880255007196, +880255007197

Email: mail@iab.com.bd


© 2024 Institute of Architects Bangladesh
Powered by Data Core Lab