বাস্থই সুবর্ণ জয়ন্তী উদযাপনের ধারাবাহিকতায় দু’দিন ব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে গত বৃহস্পতিবার, ২৩ জুন সন্ধ্যায়, তরুন স্থপতিদের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো ‘ডিজাইন শ্যারেট’।
বিষয়: রবিউল প্রাঙ্গনে ব্যবহার উপযোগী স্বল্প মেয়াদী নান্দনিক পরিসর, কাঠামো বা ইন্সটলেশনের নক্শা প্রনয়ণ।
পরদিন বিজয়ীদের পুরস্কার বিতরনের পর জমাকৃত প্রস্তাবনাগুলো নিয়ে দুদিনের প্রদর্শনী উদ্বোধন করেন বাস্থই সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন। 'ডিসাইন শ্যারেট' এ প্রথম স্থান অধিকার করেন মালিহা আহমেদ (AA-280), দ্বিতীয় এস.এম. কায়কোবাদ (AK -225) ও মুন্তাসির হাকিম (AH - 352) এবং তৃতীয় স্থান অধিকার করেন আরেফিন হক রমন (R- 191)।
ঐ দিন, শুক্রবার, ২৪ জুন বিকেলে আমন্ত্রিত স্থপতিদের উপস্থাপনা পর্বে নিজেদের স্থাপত্য চেতনা, দর্শন, অভিজ্ঞতা এবং চর্চা নিয়ে দুইটি চমৎকার উপস্থাপনা করেন তরুন স্থপতি রিজভী হাসান ও খাজা ফাতমী এবং ভারতীয় প্রাজ্ঞ ও সমাদৃত স্থপতি শিরিশ বেরী।
বিশেষভাবে উল্লেখ্য, অনুষ্ঠানে নিবন্ধন বাবদ প্রাপ্ত সমুদয় অর্থ বাস্থই'র বন্যা ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে । বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব সহ নৈশভোজ স্থগিত করবার সিদ্ধান্ত নেয়া হয়।
শুরুতে সুবর্ণ জয়ন্তী আয়োজক পর্ষদের আহ্বায়ক স্থপতি কাজী এম আরিফ এর স্বাগত ভাষণের পর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাস্থই সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সুবর্ণ জয়ন্তী আয়োজক পর্ষদের যুগ্ম আহ্বায়ক ও বাস্থই সাধারণ সম্পাদক স্থপতি ফারহানা শারমীন ইমু।
সশরীরে উপস্থিত হয়ে দু’দিনের অনুষ্ঠানমালাকে সফল ও প্রানবন্ত করবার জন্য অংশগ্রহণকারী সকল সদস্য, আমন্ত্রিত অতিথি ও ছাত্র ছাত্রীদের প্রতি অভিনন্দন।
আয়োজনে সহযোগিতার জন্য প্লাটিনাম স্পনসর আকিজ সিরামিক্স এবং ডায়মন্ড স্পনসর মিরপুর সিরামিক্স- খাদিম সিরামিক্স - এই দুই প্রতিষ্ঠানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা।
ছবির কৃতজ্ঞতায় :
আই এ বি এবং Showcase Magazine