গতকাল ৬ অক্টোবর ২০২২, বাস্থই প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে IAB SPORTS CARNIVAL 2022 এর উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি ইসতিয়াক আহমেদ কারেন (বুয়েট ব্লু, প্রাক্তন সাধারণ সম্পাদক BTTF এবং BTF, প্রাক্তন সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ, অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং প্রাক্তন পরিচালক, এশিয়ান টেনিস ফেডারেশন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাক্তন দলনেতা মোঃ কাইসার হামিদ এবং প্রাক্তন জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় স্থপতি জাকারিউল ইসলাম স্বপন, বুয়েট ব্লু। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশী স্থপতি ইনস্টিটিউটের প্রাক্তন সভাপতি স্থপতি শামসুল ওয়ারেস, স্থপতি আবু সাঈদ এম আহমেদ, স্থপতি কাজী গোলাম নাসির এবং স্থপতি জালাল আহমেদ। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) স্থপতি ইসতিয়াক জহির তিতাস অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। বাস্থই খেলাধুলা বিষয়ক কমিটির আহবায়ক স্থপতি মাসুদ খান এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং একে একে সকল সম্মানিত বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে সকল অংশগ্রহণকারী এবং আয়োজক বৃন্দকে অনুপ্রেরণা প্রদান করেন। সবশেষে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি ফারহানা শারমিন ইমু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করলে সম্মানিত অতিথিবৃন্দ সাদা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে IAB SPORTS FESTIVAL 2022 এর যাত্রা শুরু করেন।
প্রায় ৪৩০ জন স্থপতি ও স্থাপত্যের শিক্ষার্থীবৃন্দ প্রতিযোগিতায় একক ও দলীয়ভাবে চারটি খেলায় (ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন) অংশগ্রহণ করবেন। আগামী ১৭ অক্টোবর ২০২২ পর্যন্ত দুটি ভেন্যুতে এই খেলাসমূহ অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ আয়োজনটির পৃষ্ঠপোষকতা প্রদান করেছে Akij Ceramics এবং Aura.
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ৫০ বছরের লগ্নে এই বৃহৎ আয়োজন এর সাথে জড়িত সকল আয়োজক, অংশগ্রহণকারী এবং পৃষ্ঠপোষকদের বাস্থই এর পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।