এডিটরস গিল্ড বাংলাদেশ-এর নিয়মিত গোলটেবিল বৈঠক গত ১ অক্টোবর ২০২২ বনানীর ঢাকা গ্যালারিতে অনুষ্ঠিত হয়; এবারের আলোচনার বিষয় ছিলো “ড্যাপ বিতর্ক”। গোলটেবিল বৈঠকে বাস্থই-এর পক্ষ থেকে অংশ গ্রহণ করেন বাস্থই সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, বাস্থই প্রাক্তন সভাপতি স্থপতি কাজি গোলাম নাসির ও বাস্থই ড্যাপ বিষয়ক ওয়ার্কিং গ্রুপের আহ্ববায়ক স্থপতি ইকবাল হাবিব। বৈঠকে অন্যান্যের মাঝে অংশ নেন ড্যাপ প্রকল্প পরিচালক, নদী কমিশন চেয়ারম্যান, বেলা’র প্রধান নির্বাহী, রিহ্যাব সহসভাপতি প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন এডিটরস গিল্ড সভাপতি মোজাম্মেল বাবু। ৭১ টিভি হতে প্রায় দুই ঘন্টার এই বৈঠকটি সরাসরি সম্প্রচারিত হয়। সকল বাস্থই সদস্যের সুবধার্থে ধারণকৃত গোলটেবিল বৈঠকটির লিংক দেয়া হলো।