গত ২৩ সেপ্টেম্বর ২০২২ রাজশাহীর হোটেল এক্স মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) এর রাজশাহী সেন্টারের উদ্বোধন ঘোষণা করা হয়। খুলনা এবং সিলেট এর পরে বাস্থই এর তৃতীয় সেন্টার হিসেবে এর যাত্রা শুরু হল। অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে স্থপতি রাজিউদ্দীন আহমদের নেতৃত্বে সাত সদস্যের উপ-কমিটির নাম ঘোষণা করা হয়। নব গঠিত এই উপ-কমিটির অনান্য সদস্যরা হলেনঃ
সদস্য সচিব, স্থপতি সাইমুম ইয়াসির মৃধা
কোষাধ্যক্ষ, স্থপতি মোঃ সামিউল হুদা
সদস্য, স্থপতি চৌধুরী হাইসাম মুহাম্মদ
সদস্য, স্থপতি মোঃ আসাদুজ্জামান
সদস্য, স্থপতি জান্নাত আরা ফেরদৌসী
সদস্য, স্থপতি মোছাঃ নার্গিস পারভীন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ডঃ এস এম জহুরুল ইসলাম, রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটি (আর ডি এ) এর অথরাইজড অফিসার জনাব মুহাঃ আবুল কালাম আজাদ এবং রাজশাহী সিটি কর্পোরেশন (আর সি সি) এর প্রধান প্রকৌশলী জনাব মোঃ নূর ইসলাম। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই সেন্টারকে অনুপ্রেরণা দিয়ে শুভেচ্ছে বক্তব্য উপস্থাপন করেন চার জন প্রাক্তন সভাপতি স্থপতি শামসুল ওয়ারেস, স্থপতি খাদেম আলী, স্থপতি কাজী গোলাম নাসির এবং স্থপতি জালাল আহমেদ।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি খান মোঃ মোস্তফা খালিদ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এবং সূচনা বক্তব্য প্রদান করেন। দায়িত্বপ্রাপ্ত নতুন উপ-কমিটিকে পরিচয় করানোর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে বাস্থই রাজশাহী সেন্টারটির উদ্ভোধন ঘোষণা করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি ফারহানা শারমীন ইমু। এরপর একে একে সকল সম্মানিত বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত উপ-কমিটির সকল সদস্যকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানটিতে আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে উপস্থিত থেকে অনুষ্ঠানের শোভা বর্ধন করেছেন ২৪ তম নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে সহ-সভাপতি (আন্তর্জাতিক বিষয়াদি) স্থপতি মোঃ ইসতিয়াক জহির, সহ-সাধারণ সম্পাদক স্থপতি সাজিদ-বিন-দোজা, কোষাধ্যক্ষ স্থপতি মাসুদ উর রশিদ, সম্পাদক পেশা স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার, সম্পাদক ঐতিহ্য ও সংস্কৃতি স্থপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সম্পাদক পরিবেশ ও নগরায়ন স্থপতি মোঃ নাফিজুর রহমান এবং বাস্থই খুলনা সেন্টারের উপ-কমিটির সদস্যদের মধ্যে আহ্বায়ক, স্থপতি গৌরী সংকর রায়, কোষাধ্যক্ষ, স্থপতি জিনিয়া হক পিংকি, সদস্য স্থপতি মোঃ শাহনেওয়াজ বাপ্পি এবং স্থপতি মশিউর রহমান।
ভিডিও বার্তার মাধ্যমে সমাপণী বক্তব্য প্রদান করেন বাস্থই রাজশাহী সেন্টার উপ-কমিটির আহ্বায়ক, স্থপতি রাজিউদ্দীন আহমদ এবং আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করেন সদস্য সচিব, স্থপতি সাইমুম ইয়াসির মৃধা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বরেন্দ্রভূমির ঐতিহাসিক পটভূমি, রাজশাহী অঞ্চলে স্থাপত্য চর্চার প্রসার এবং রাজশাহীতে বসবাসরত স্থপতিদের প্রচেস্টায় বাস্থই রাজশাহী সেন্টারের পথ চলার প্রেক্ষাপট নিয়ে একটি তথ্যচিত্র পরিবেশনা করা হয় (ভিডিও সংযুক্ত) এবং রাজশাহীর স্থাপত্য প্রাঙ্গণের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সুবর্ণজয়ন্তীর লগ্নে নবগঠিত বাস্থই রাজশাহী সেন্টারের সাথে সংযুক্ত সকল সদস্যবৃন্দ, আয়োজক, অংশগ্রহণকারী এবং পৃষ্ঠপোষকদের বাস্থই এর পক্ষ থেকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও শুভকামনা।