গত ৪ জানুয়ারি ২০২৩ তারিখে প্রয়াত স্থপতি মোবাশ্বের হোসেন এর অভিপ্রায় অনুযায়ী তাঁর দেহাবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগকে হস্তান্তর করা হয়।
ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ প্রয়াত স্থপতির দেহাবশেষ তাঁর সন্তানদের কাছ থেকে গ্রহণ করেন। পরবর্তীতে অ্যানাটমি বিভাগের প্রধান ডা. লায়লা আর্জুমান্দ এর নেতৃত্বে বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এই মর্মে শপথ নেন যে, শারীরবিদ্যা গবেষণার কাজে এই দেহাবশেষ ব্যবহারের ক্ষেত্রে সবসময় সন্মান ও পবিত্রতা পালন করা হবে।
যে ব্যক্তি সারাটা জীবন ব্যয় করেছেন সমাজ ও মানুষের মঙ্গলের কথা চিন্তা করে, সেই বিশ্বাসেই মৃত্যুর পর তাঁর দেহাবশেষখানি মানবকল্যাণে দান করে গিয়ে অপার মহানুভবতা ও উদারতার পরিচয় দিয়ে গেলেন।
প্রয়াত এই স্থপতির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।