বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নবনির্বাচিত ২৫তম নির্বাহী পরিষদের প্রথম নির্বাহী সভা ১০ জানুয়ারি ২০২৩ তারিখে বাস্থই কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থপতি অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ।
সভার শুরুতেই সদ্য সাবেক সভাপতি প্রয়াত স্থপতি মোবাশ্বের হোসেন এর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। নির্বাহী পরিষদের প্রথম সভায় পরিষদের সকল সদস্যবৃন্দ তাদের কর্মপরিকল্পনা ব্যক্ত করেন এবং বিশদ আলোচনায় অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন
স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ- সভাপতি
স্থপতি ড. মোহাম্মদ আলী নকী- সহ সভাপতি (জাতীয় বিষয়াদি)
স্থপতি খান মোঃ মাহফুজুল হক- সহ সভাপতি, (আন্তর্জাতিক সম্পর্ক)
স্থপতি নবী নেওয়াজ খান- সাধারণ সম্পাদক
স্থপতি ড. মাসুদ উর রশিদ- সহ সাধারণ সম্পাদক
স্থপতি মীর মোঃ নাইয়ান সাকিব- কোষাধ্যক্ষ
স্থপতি মোঃ নওরোজ ফাতেমী- সম্পাদক (শিক্ষা)
স্থপতি মোঃ নাজমুল হক বুলবুল- সম্পাদক (পেশা)
স্থপতি আহসানুল হক রুবেল- সম্পাদক (সদস্যপদ)
স্থপতি মোঃ শফিউল আজম শামীম- সম্পাদক (প্রকাশনা ও প্রচার)
স্থপতি সাবরিনা আফতাব- সম্পাদক (সেমিনার ও সম্মেলন)
স্থপতি মোহাম্মদ জিয়াউল শরীফ- সম্পাদক (ঐতিহ্য ও সাংস্কৃতি)
স্থপতি সুজাউল ইসলাম খান- সম্পাদক (পরিবেশ ও নগরায়ন) এবং
স্থপতি ফজলে ইমরান চৌধুরী- সম্পাদক (চট্টগ্রাম শাখা)।