খ্যাতিমান স্থপতি বালকৃষ্ণ দোশী (২৬শে আগস্ট ১৯২৭-২৪ জানুয়ারি ২০২৩) ৯৫ বছর বয়সে তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ভারতীয় তথা বিশ্ব স্থাপত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত।
স্থাপত্যে তাঁর অসামান্য অবদানের জন্য, তিনি ২০১৮ সালে প্রিটজকার পুরস্কার, ২০২১ সালে RIBA'র রয়্যাল গোল্ড মেডেল এবং ১৯৭৬ সালে ভারতের পদ্মশ্রী পদকে ভূষিত হন।
স্থাপত্য অঙ্গনে তিনি যেমন ছিলেন একজন কালজয়ী কিংবদন্তি, ঠিক তেমনি ব্যক্তিগত জীবনে ছিলেন একজন স্নেহময় স্বামী, পিতা, পিতামহ এবং সাধারণ মানুষের জন্য সত্যিকারের অনুপ্রেরণা।
স্থাপত্যের এই মহান পথিকৃৎ আমাদের ছেড়ে চলে গেছেন ঠিকই তবে রেখে গেছেন তার অনবদ্য সব সৃষ্টি আর অনুকরণীয় সব কীর্তি ।
With great sadness, we have learned about the demise of BV Doshi, Pritzker laureate architect and a pioneer of modern architecture in India. His contributions to the field have had a profound impact on shaping the built environment in his home country and around the world.
We extend our heartfelt condolences to his family and loved ones and will never forget his legacy as an architect and a leader in his field.