News: নেপালের কাঠমন্ডুতে সোসাইটি অব নেপালিজ আর্কিটেক্টস (SONA) এর স্থাপত্য কনভেনশন এ বাস্থই প্রতিনিধি দলের অংশগ্রহণ।

গত ১৯-২০ জানুয়ারি নেপালের কাঠমন্ডুতে হোটেল রেডিসনে অনুষ্ঠিত হয় সোসাইটি অব নেপালিজ আর্কিটেক্টস (SONA) এর স্থাপত্য কনভেনশন ২০২৩। এই কনভেনশনে বিশ্বের বিভিন্ন দেশের স্থপতিদের পাশাপাশি বাস্থই এর একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলে ছিলেন বাস্থই সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) স্থপতি কে এম মাহফুজুল হক, সহ-সাধারণ সম্পদক স্থপতি ড. মাসুদ উর রশিদ, সম্পাদক (পেশা) স্থপতি মো: নাজমুল হক বুলবুল, আর্কেশিয়া সভাপতি স্থপতি আবু সাইদ এম আহমেদ, স্থপতি ইশতিয়াক জহির তিতাস, স্থপতি কাজী এম আরিফ, স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার, স্থপতি ড. জেবুন নাসরিন আহমেদ এবং স্থপতি নূর ই জান্নাত ।
এর আগে ১৮ জানুয়ারি ARCASIA এর তিনটি কমিটি ARCASIA Committee on Professional Practice, ARCASIA Committee on Green and Sustainable Architecture এবং ARCASIA Committee on Young Architects এর রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোতে বাস্থই প্রতিনিধি অংশগ্রহণ করেন। একই দিনে সোসাইটি অব নেপালিজ আর্কিটেক্টস (SONA) এর ব্যবস্থাপনায় দক্ষিন এশিয়ার সাতটি দেশের প্রতিনিধিরা দীর্ঘ প্রতীক্ষিত SAARCH পুনরজ্জীবন সভায় অংশগ্রহণ করেন। এই গুরুত্বপূর্ণ সভায় UIA এবং ARCASIA এর সভাপতি এবং অন্যন্য গুরুত্বপূর্ণ পদাধিকারী স্থপতিরা উপস্থিত ছিলেন।
এই সফরে বাস্থই সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) একাধিক বিদেশী স্থপতির সাথে ক্রস বর্ডার ইন্টর্নশিপ বিষয়ে আলোচনা করেন এবং প্রাথমিকভাবে মালয়েশিয়ার স্থপতি এস থিরিলোগচন্দ্রন তার প্রতিষ্ঠান টিএলসি আর্কিটেক্টে কিছুসংখ্যক বাংলাদেশী তরুন স্থপতিকে ইন্টার্ন হিসেবে নিয়োগ দেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

Affiliations

SAARCH
SAARC
Association of Architects
ARCASIA
Architects Regional Council Asia

CAA
Commonwealth Association of Architects
UIA
Union International Des Architects

Mailing Address

IAB Centre, Plot-11, Road-7, Block-E, Agargaon Sher-E-Banglanagar, Dhaka.

Contact

Tel: +880255007196, +880255007197

Email: mail@iab.com.bd


© 2024 Institute of Architects Bangladesh
Powered by Data Core Lab