সম্প্রতি ১৯ জানুয়ারি ২০২৩ বাস্থই চট্টগ্রাম চ্যাপ্টারের ১১তম কমিটির শপথ গ্রহণ ও সদ্য সাবেক সভাপতি প্রয়াত স্থপতি মোবাশ্বের হোসেন এর মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাস্থই এর একটি প্রতিনিধি দল চট্টগ্রামে সফর করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি বাস্থই নির্বাহী পরিষদের প্রতিনিধিদল চট্রগ্রাম চ্যাপ্টার কমিটির সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ গ্রহণ করে। বৈঠকে সদস্যপদ সংক্রান্ত বিষয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর উপাচার্য প্রফেসর ডঃ অনুপম সেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাস্থই'র সভাপতি স্থপতি অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি মুহাম্মদ আলী নকী, কোষাধ্যক্ষ স্থপতি মীর মোঃ নাইয়ান সাকিব সম্পাদক (সেমিনার ও সম্মেলন ) স্থপতি সাবরিনা আফতাব, সম্পাদক (ঐতিহ্য ও সংস্কৃতি ) স্থপতি মোহাম্মদ জিয়াউল শরীফ, চেয়ারম্যান, চট্টগ্রাম চ্যাপ্টার স্থপতি আশিক ইমরান সহ অন্যান্য পদাধিকারীবৃন্দ ।