বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) এর ২৫তম নির্বাহী পরিষদের নবগঠিত Membership Advisory Committee এর প্রথম সভা ২৭ ফেব্রুয়ারি,২০২৩ তারিখে বাস্থই কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারপার্সন, ২৫তম নির্বাহী পরিষদের সহসভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি প্রফেসর মুহাম্মাদ আলী নকী । শুরুতেই চেয়ারপার্সন সকলকে স্বাগত জানান; পরবর্তীতে কমিটির সদস্য সচিব, বাস্থই ২৫তম নির্বাহী পরিষদের সদস্যপদ বিষয়ক সম্পাদক স্থপতি আহসানুল হক রুবেল মেম্বারশিপ পরীক্ষা পদ্ধতির বর্তমান অবস্থা পর্যালোচনা, কমিটির কর্মপরিকল্পনা,পরীক্ষা কাঠামো পরিবর্তন ও উন্নয়নের জন্য বাস্থই সভাপতি স্থপতি অধ্যাপক ড: খন্দকার সাব্বির আহমেদ এর সময়োপযোগী পরিকল্পনা ও তার বাস্তবায়নের রূপরেখা নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ২৫তম নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান, সম্পাদক (পেশা) স্থপতি নাজমুল হক বুলবুল ও সম্পাদক (শিক্ষা) স্থপতি ড. মোঃ নওরোজ ফাতেমী।
Membership Advisory Committee এর অন্যান্য সদস্যরা হলেন- স্থপতি আবুল হাসানাত ফুয়াদ, স্থপতি আহমেদ ফিরোজ উল হক, স্থপতি অমিত কুমার সাহা, স্থপতি কামরুল হাসান, স্থপতি কাওছারী পারভীন, স্থপতি এম ওয়াহিদ আসিফ, স্থপতি মোঃ শরীফ হোসেন, স্থপতি রুকুন উদ্দিন ভূইয়া।
সভায় উপস্থিত সদস্যরা বর্তমান ও প্রস্তাবিত পরীক্ষা পদ্ধতির কাঠামো পর্যালোচনা ও তা বাস্তবায়নের জন্য করণীয় বিষয় নিয়ে বিশদ আলোচনা ও তাঁদের সুচিন্তিত মতামত প্রদান করেন। প্রস্তাবিত Examination Board এর কর্মপরিধি ও পরিকল্পনা নিয়েও উপস্থিত সকল সদস্যবর্গকে অবগত করা হয়।