গত ১৫ই মার্চ ২০২৩, বাস্থই চট্টগ্রাম অধ্যায় কর্তৃক আয়োজিত হয় "Artificial intelligence in Architecture, The demise of the architects or a good tie" শীর্ষক আলোচনা সভা।
উক্ত সভায় আলোচক ছিলেন স্থপতি আশিক ভাস্কর মান্নান এবং স্থপতি মোহাম্মদ রাশেদ হাসান।
মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা কি, সময়ের সাথে সাথে এটির বিবর্তন - বর্তমান সময়ে এসে এর প্রয়োগ, উপকারীতা - উপযোগিতা এবং অদূরভবিষ্যতে স্থাপত্য পেশায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে বিশদ গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করা হয়।
বাস্থই চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান, ডেপুটি চেয়ারম্যান স্থপতি ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ স্থপতি বিজয় শংকর তালুকদার, সদস্য পেশা - স্থপতি রুম্মান, স্থপতি বিধান বড়ুয়া, স্থপতি নাজমা সুরাইয়্যা,স্থপতি জিন্নুর সহ প্রায় ৮০ জন স্থপতি - ছাত্রের উপস্থিতিতে একটি প্রাণবন্ত - অংশগ্রহণমূলক ছিল এ আয়োজন ।
Affiliations
Mailing Address
Contact