প্রিয় সদস্য,
শুভেচ্ছা!
মহান স্বাধীনতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আগামী ২৬ মার্চ ২০২৩ তারিখ, রবিবার, বাস্থই প্রাঙ্গনে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। দু’টি পর্যায়ে অনুষ্ঠানমালা সম্পন্ন হবে। বিস্তারিত অনুষ্ঠানসূচী নিম্নে উল্লেখ করা হলো:
১ম পর্যায়:
শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা এবং অরিগামী ওয়ার্কশপ
সকাল ১১:০০টা – দুপুর ১২:৩০টা
ক গ্রুপ: ৪-১০ বছরের শিশু কিশোর
খ গ্রুপ: ১১-১৬ বছরের শিশু কিশোর
ছবি আঁকা বা অরিগামি ওয়ার্কশপের জন্য কাগজ, বোর্ডসহ অন্যান্য সরঞ্জামাদি বাস্থই প্রদান করবে। অংশগ্রহণকারী শিশু, কিশোরগণ তাদের পেন্সিল ও রঙ/তুলিসহ প্রয়োজনীয় অন্যান্য জিনিস নিয়ে আসবে। প্রসঙ্গত: উল্লেখ্য যে, অংশগ্রহণকারী শিশু কিশোরদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা থাকবে।
অংশগ্রহণকারী শিশু, কিশোরদের নাম রেজিষ্ট্রেশন করার জন্য নিচের লিংকটি ক্লিক করুন। রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২৫ মার্চ ২০২৩, বিকাল ৪:০০টা।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdt9fuYP6JHi6fdpIkBEt1qRYEX1oLSZlxdYx1ld7euaL83sw/viewform
২য় পর্যায়:
স্মৃতিতে স্থপতি সৈয়দ মাইনুল হোসেন
দুপুর ১২:৩০টা – দুপুর ১:৪৫টা
জাতীয় স্মৃতিসৌধের নকশাকার, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন এর স্মৃতিচারণ, ডকুমেন্টারি প্রদর্শন ও সম্মাননা প্রদান।
পুরো অনুষ্ঠানমালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রখ্যাত শিল্পী জনাব মুস্তফা মনোয়ার।
সকল বাস্থই সদস্যকে তাঁদের পরিবারবর্গ নিয়ে এই অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানানো হলো। আশা করি, আপনাদের সক্রিয় অংশগ্রহণে এই অনুষ্ঠানমালা সফলভাবে সম্পাদনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ২০২৩ উদযাপিত হবে।
ধন্যবাদান্তে,
স্থপতি নবী নেওয়াজ খান
সাধারণ সম্পাদক
বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট
Affiliations
Mailing Address
Contact