আজ ২৬ মার্চ ২০২৩ বাংলাদেশে স্থপতি ইনস্টিটিউট এ উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয় ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা স্থপতিদের বিশেষভাবে স্মরণ করা হয় ।
অনুষ্ঠানসূচীর মধ্যে উল্লেখযোগ্য ছিল শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা এবং অরিগামী ওয়ার্কশপ । অরিগামি ওয়ার্কশপে শিশুদের জাতীয় স্মৃতি সৌধের মডেল বানানো শেখানো হয়। স্থপতি ও তাদের শিশু সন্তানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। অনষ্ঠানটি সঞ্চালনা করেন বাস্থই'র সহ-সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ।
২য় পর্যায়ে “স্মৃতিতে স্থপতি সৈয়দ মইনুল হোসেন” শীর্ষক অনুষ্ঠানে জাতীয় স্মৃতিসৌধের নকশাকারী, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত বরেণ্য স্থপতি সৈয়দ মইনুল হোসেন এর স্মৃতিচারণ, ডকুমেন্টারি প্রদর্শন ও সম্মাননা প্রদান করা হয় । অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি মুহাম্মদ আলী নকী । অনুষ্ঠানের প্রধান অতিথি স্থপতি প্রফেসর সামসুল ওয়ারেশ স্থপতি সৈয়দ মইনুল হোসেন এর স্মৃতিচারণ করেন। এইসময়, স্থপতি মইনুল হোসেনের সহপাঠি স্থপতি বদরুল হায়দার- এর একটি বিশেষ সাক্ষাৎকার প্রদর্শন করা হয় ।
স্থপতি সৈয়দ মইনুল হোসেন এর পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন ওনার মেয়ে সৈয়দা তানজিনা হোসাইন । বাস্থই সভাপতি স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ সমাপনী বক্তব্য প্রদান করেন, তিনি বলেন, আমাদের সবাইকে নিয়মের মধ্যে থেকে স্বাধীনতাকে উদযাপন করা শিখতে হবে।
বাস্থই সভাপতি অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।