২৩ মার্চ ২০২৩, সন্ধ্যায় IAB-ARCH. SCHOOL ALUMNI FORUM (IAB-ASAF) এর “সূচনা সভা” অনুষ্ঠিত হয়। সভাতে IAB-ASAF এর উপদেষ্টা হিসেবে স্থপতি ড. খন্দকার সাব্বির আহমেদ, সভাপতি, ২৫ তম নির্বাহী পরিষদএবং আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি ড. মো: নওরোজ ফাতেমি, সম্পাদক-শিক্ষা, ২৫ তম নির্বাহী পরিষদ ।
IAB-ASAF এর সদস্যদের মধ্যে, এই সূচনা সভায় উপস্থিত ছিলেন, স্থপতি শাহ মো: আহসান শওকত,স্থপতি মো: আরিফুর ইসলাম, স্থপতি এস. এম. নাজিমুদ্দিন, স্থপতি কামরুল হাসান, স্থপতি প্রদ্যুত বসাক, স্থপতি মো. ওয়ালি উল্লাহ, স্থপতি কে. এম. মহিউদ্দিন, স্থপতি মো. মাহবুব হোসেন, স্থপতি মারুফ শিহান সানি, স্থপতি মো. মাহবুবুর হোসেন, স্থপতি আমরান হাসান, তালহা মাহমুদ দীপ্ত, স্থপতি মো. রাশেদ হাসান, স্থপতি অর্চিসমান দাস,স্থপতি আহমেদ সিফাত এবং স্থপতি তানিয়া সিদ্দিক চৌধুরী।
সভাতে, আলোচ্য বিষয় ছিল- IAB-ASAF এর গঠন প্রক্রিয়া, সাংগঠনিক অনুক্রম, দায়িত্ব-কর্তব্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা। ২৫ তম নির্বাহী পরিষদের সভাপতি স্থপতি ড. খন্দকার সাব্বির আহমেদ এবং সম্পাদক-শিক্ষা স্থপতি ড. মো: নওরোজ ফাতেমি সদস্যদের কাছে IAB-ASAF এর কর্মকাণ্ড সম্বন্ধে সম্যক ধারণা দেন এবং এই ফোরামের মাধ্যমে আইএবি এক্রিডিটেশনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্থাপত্য বিভাগ, স্থাপত্য বিভাগের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের মেলবন্ধনে আইএবির সাথে একই প্ল্যাটফর্মে এসে স্থাপত্য শিক্ষা ও পেশার জন্য নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড আয়োজনের আহবান জানান ।