০৫ মার্চ ২০২৩ “ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষন ও অপসারণ) বিধিমালা, ২০০৮ এর বিধি ৩৪ অনুযায়ী গঠিত “নগর উন্নয়ন কমিটির (সভার ৬ নং সিদ্ধান্ত অনুযায়ী গঠিত) সাব-কমিটির একটি সভা রাজউক-এ অনুষ্ঠিত হয় । উপরোক্ত সভায় সভাপতিত্ব করেন স্থপতি অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ, সভাপতি, ২৫ তম নির্বাহী পরিষদ, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট । স্থপতি অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ উক্ত সাব-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন । সভায় হোসেনি দালান এর সংরক্ষণ ও সংস্কার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় ।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থপতি ডঃ আবু সাঈদ এম আহমেদ, প্রতিনিধি- প্রত্নতত্ত্ব অধিদপ্তর, প্রতিনিধি-বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লানার্স, প্রতিনিধি-বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, প্রতিনিধি-গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় ।
এখানে উল্লেখ্য যে , হোসেনি দালান বা ইমামবাড়া ঢাকার বকশীবাজারে অবস্থিত একটি শিয়া উপাসনালয় এবং এটি মোঘল শাসনামলে ১৭শ শতকে নির্মিত হয়। ইমারতটি মহানবী (সাঃ) এর পৌত্র হুসাইন বিন আলী শহীদ হওয়ার স্মরনে নির্মিত।
Affiliations
Mailing Address
Contact