প্রয়াণ দিবসে,
স্থপতি বশিরুল হকের প্রতি বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের শ্রদ্ধাঞ্জলি।
সত্তর দশকের শেষ থেকে এই ঋদ্ধ স্থপতির একনিষ্ঠ সাধনায় এদেশে আধুনিক স্থাপত্যের চর্চা দৃঢ় পদক্ষেপে এগিয়ে যায়। তাঁর অসাধারণ স্থাপত্য কর্মের মধ্যে স্থপতির নিজস্ব বাসভবন, বিসিআইসি সদর দপ্তর, কালিন্দী এবং ধানসিঁড়ি এপার্টমেন্টস, ভাটশালা নিবাস এবং ছায়ানট ভবন বিশেষভাবে উল্লেখযোগ্য।
দেশের জলবায়ু, নির্মান কৌশল, স্থানীয় উপকরন এবং বসবাসের সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে বশিরুল হকের স্থাপত্যে যা আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
Affiliations
Mailing Address
Contact