সাম্প্রতিক ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল ভবনের ধ্বংসযজ্ঞ নিয়ে আইএবি-এর হেরিটেজ অ্যান্ড কালচার কমিটির জরুরী সভা ৯ই এপ্রিল ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়। কমিটি সরকারি কর্মচারী হাসপাতাল ভবন ভেঙে ফেলার বিষয়ে আইএবির উদ্বেগ প্রকাশ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রেরণ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। সভায় জনপ্রশাসন বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ এবং রাজউকের সাথে একটি গোলটেবিল আলোচনার প্রস্তাব করা হয়। আলোচনায় ঐতিহাসিক ভবনগুলির সংরক্ষণ এবং অভিযোজিত পুনর্ব্যবহারের ধারণা এবং ভবিষ্যতের প্রকল্পগুলিতে অভিযোজিত পুনর্ব্যবহারকে উন্নীত করার বিষয়সমূহ উঠে আসে। বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ কর্তৃক গৃহীত ঐতিহ্য সংরক্ষণ-সম্পর্কিত প্রকল্পগুলির একটি সংরক্ষণাগার স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়; যার মাধ্যমে ঐতিহ্য সম্পর্কে আরও কর্ম ভিত্তিক সামাজিক সচেতনতা তৈরি করা সম্ভব হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থপতি মোহাম্মদ জিয়াউল শরীফ, সম্পাদক (ঐতিহ্য ও সাংস্কৃতি)। সভায় আরও উপস্থিত ছিলেন, বাস্থই সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি অধ্যাপক মোহাম্মদ আলী নকী, স্থপতি তাহজিবুল হোসেন, স্থপতি ইমামুর হোসেন, স্থপতি সাজ্জাদ হোসেন এবং স্থপতি খন্দকার মাহফুজ আলম ।