নববর্ষের শুরুতে সুখবর !
অনেক চেষ্টার পর স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের আজিমপুরের ৭৫ নং ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত ঠেকানো গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বাস্থই'র বিগত ২৩ তম নির্বাহী পরিষদের সময় উক্ত ভবনটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টেনটেটিভ লিস্টের অন্তর্ভুক্ত করা হয় যা কিনা চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রসঙ্গে বাস্থই'কে একটি চিঠির মাধ্যমে তাঁর শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।
বিগত ২৪ তম নির্বাহী পরিষদের সময় সরকারীভাবে এ ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত গৃহীত হলে এটিকে রক্ষা করার জন্য বাস্থই'র পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়।
কিন্তু, সম্প্রতি পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায়, এ ভবনটিকে ভেঙে ফেলার জন্য আবারও তোড়জোড় শুরু হয়েছে। বাস্থই ২৫তম নির্বাহী পরিষদ এ বিষয়ে তৎক্ষণাৎ উদ্যোগ গ্রহণ করে পূর্ত মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় ও রাজউক বরাবর চিঠি প্রদান করে যেখানে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাণী ও ওয়ার্ল্ড হেরিটেজ টেনটেটিভ লিস্টে এ ভবনটির অন্তর্ভুক্তির সম্মতি পত্র সংযুক্তি আকারে প্রেরণ করে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীতে এ বিষয়ে অগ্রগতির উপর সার্বক্ষণিক দৃষ্টি, যোগাযোগ ও চেষ্টা অব্যাহত রাখার ফলশ্রুতিতে আমরা এই কার্যকরী ও দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত দেখতে পাই।
বাস্থই ২৫ তম নির্বাহী পরিষদ এ ব্যাপারে সকলের ঐকান্তিক চেষ্টা ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছে।