২৫তম নির্বাহী পরিষদের উদ্যোগে লেকচার, ওয়ার্কশপ এবং মাস্টারক্লাস এর সমন্বয়ে "Seismic- Resisting Structures" শীর্ষক একটি সিরিজের আয়োজন করা হয়েছে। এই সিরিজের ২য় উপস্থাপনা "Architectural and Structural Configuration for Earthquake-safe Buildings' শীর্ষক লেকচার আগামী ২৯ এপ্রিল ২০২৩ তারিখ, শনিবার, বিকাল ৫:০০টায় বাস্থই কার্যালয়ে অনুষ্ঠিত হবে। Victoria University of Wellington এর স্বনামধন্য Associate Professor Andrew Charleson অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রাকিব আহসান তাঁর মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করবেন। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের CTBS এর Spatial Analyst Md. Yousuf Reja ইন্টারনেটের মাধ্যমে তার উপস্থাপনা পেশ করবেন
এই লেকচারে অংশগ্রহণের জন্য নাম রেজিষ্ট্রেশন করার জন্য নিম্নলিখিত লিংকটি ক্লিক করুন।
রেজিষ্ট্রেশনের শেষ দিন: আগামী ২৬ এপ্রিল ২০২৩ তারিখ, বুধবার।