৬ই মে,২০২৩ ইং তারিখে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) প্রাঙ্গনে সহযোগী সদস্য পদের সাক্ষাৎকার/পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নতুন ৭০ জন নবীন স্থপতি সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বাস্থই এর সহযোগী স্থপতি হিসেবে তাদের উপর অর্পিত দ্বায়িত্ব ও কর্তব্য নিয়ে বিশদ আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাস্থই ২৫তম নির্বাহী পরিষদ এর সহ সভাপতি (জাতীয় বিষয়াদি) এবং মেম্বারশিপ উপদেষ্টা কমিটির চেয়ারপারসন প্রোফেসর মো: আলী নকী, ২৫তম নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান, স্থপতি ড. মাসুদ উর রশিদ, মেম্বারশিপ উপদেষ্টা কমিটির এর সদস্য সচিব স্থপতি আহসানুল হক রুবেল।
সভায় উপস্থিত অন্যান্য সদস্যরা হলেন- স্থপতি আবুল হাসানাত ফুয়াদ, স্থপতি অমিত কুমার সাহা, স্থপতি এম ওয়াহিদ আসিফ, স্থপতি মোঃ শরীফ হোসেন, স্থপতি আবু সাঈদ মোঃ কাম্রুল ইসলাম, স্থপতি কাওছারী পারভীন,স্থপতি কামরুল হাসান, স্থপতি ফারিয়া শারমিন আকবর ও স্থপতি মোঃশাহনেওয়াজ আব্দুল্লাহ ।