বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) এর ২৫তম নির্বাহী পরিষদের মেম্বারশিপ উপদেষ্টা কমিটির এর তৃতীয় সভা ৬ই মে,২০২৩ ইং তারিখে বাস্থই প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান পূর্ণ সদস্য পদের পরীক্ষা পদ্ধতি নিয়ে বিশদ আলোচনা ও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
১. বর্তমানে পূর্ণ সদস্য পদের অন্তর্ভুক্তি পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রত্যেক পরীক্ষার্থীকে নকশা নিরীক্ষা,লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার এই তিন ধাপে পৃথকভাবে উত্তীর্ণ হতে হয়। সভার সিদ্ধান্তক্রমে নকশা নিরীক্ষা ও সাক্ষাৎকার পরীক্ষাকে একসাথে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর ফলে একজন পরীক্ষার্থী প্রথমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তার নকশা নিরীক্ষা ও সাক্ষাৎকার একই দিনে একসাথে অনুষ্ঠিত হবে। সভায় সর্বসম্মতিক্রমে ব্যাপারটি গৃহীত হয়।যা পরবর্তী পরীক্ষা থেকেই কার্যকর করা হবে।
২.সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় যেহেতু ঢাকা মহানগর ও চট্টগ্রাম ব্যাতিত প্রায় সমগ্র বাংলাদেশে ইমারত নির্মাণ বিধিমালা ,১৯৯৬ অনুযায়ী নকশা অনুমোদন দেয়া হয় তাই লিখিত পরীক্ষার প্রশ্নপত্রে উক্ত বিধিমালা সংযুক্ত করা হবে, যা ১লা জুন,২০২৩ ইং থেকে পরবর্তী পরীক্ষায় কার্যকর হবে।
সভায় সভাপতিত্ব করেন বাস্থই ২৫তম নির্বাহী পরিশোধ এর সহ সভাপতি (জাতীয় বিষয়াদি) এবং মেম্বারশিপ উপদেষ্টা কমিটির চেয়ারপারসন প্রোফেসর মো: আলী নকী, ২৫তম নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান, স্থপতি ড. মাসুদ উর রশিদ, মেম্বারশিপ উপদেষ্টা কমিটির এর সদস্য সচিব স্থপতি আহসানুল হক রুবেল।
সভায় উপস্থিত অন্যান্য সদস্যরা হলেন-
স্থপতি আবুল হাসানাত ফুয়াদ, স্থপতি মুস্তাসিম এম খান, স্থপতি অমিত কুমার সাহা, স্থপতি এম ওয়াহিদ আসিফ, স্থপতি মোঃ শরীফ হোসেন, স্থপতি আবু সাঈদ মোঃ কাম্রুল ইসলাম, স্থপতি কাওছারী পারভীন,স্থপতি কামরুল হাসান, স্থপতি ফারিয়া শারমিন আকবর ও স্থপতি মোঃ শাহনেওয়াজ আব্দুল্লাহ ।