বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) এর ২৫তম নির্বাহী পরিষদের এক্সিবিশন ও অ্যাওয়ার্ড কমিটির প্রথম সভা ১১ই মে, ২০২৩ ইং তারিখে বাস্থই কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য বার্জার অ্যাওয়ার্ড এর এক্সিবিশন ও আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য আইএবি জাতীয় স্থাপত্য সপ্তাহ ও আইএবি বিল্ড এক্সপো নিয়ে বিশদ আলোচনা, মতবিনিময়, প্রস্তাবনা উত্থাপিত হয় এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ২০২৩ সালে আইএবি অ্যাওয়ার্ড ও আইএবি গোল্ড মেডেল ঘোষণা করার প্রস্তাবনা গ্রহণ করা হয়।
সভায় আইএবি অ্যাওয়ার্ড এর সাথে একটি নতুন ক্যাটাগরি হিসাবে প্রোডাক্ট ডিজাইনকে সংযুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সে লক্ষ্যে আইএবি অ্যাওয়ার্ড এবং আইএবি ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড এর নীতিমালায় ইন্টেরিয়র ডিজাইন অংশে প্রোডাক্ট ডিজাইন অনুচ্ছেদটি সংযুক্ত করার সম্ভাবনা যাচাই করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এক্সিবিশন ও অ্যাওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ এ ব্যাপারে তাদের পর্যালোচনা ২৫তম নির্বাহী পরিষদের কাছে পেশ করবেন।
সভায় সভাপতিত্ব করেন বাস্থই ২৫তম নির্বাহী পরিষদ এর সহ-সাধারণ সম্পাদক এবং এক্সিবিশন ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারপার্সন স্থপতি ড. মাসুদ উর রশিদ।
সভায় উপস্থিত অন্যান্য সদস্যরা হলেন- বাস্থই ২৫তম নির্বাহী পরিষদ এর সহ সভাপতি (জাতীয় বিষয়াদি) প্রফেসর মো: আলী নকী, ২৫তম নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান, স্থপতি সাকিব আহসান চৌধুরী, স্থপতি চৌধুরী প্রতীক বড়ুয়া, স্থপতি কামরুল হাসান, স্থপতি আসিফ আশরাফ, স্থপতি নাঈম বিন আবেদিন, স্থপতি মোঃ ইসমাইল হাসান এবং এক্সিবিশন ও অ্যাওয়ার্ড কমিটির সদস্য সচিব স্থপতি মোঃ তারেক আব্দুল্লাহ।
Affiliations
Mailing Address
Contact