News: রাজউকের সম্মানিত চেয়াম্যান ও বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রকল্প পরিচালক এর সাথে বাস্থই প্রতিনিধিদলের সাক্ষাৎ

গতকাল ১৬ই মে, ২০২৩, মঙ্গলবার, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) এর একটি প্রতিনিধিদল রাজউকের সম্মানিত চেয়ারম্যান জনাব মো: আনিছুর রহমান মিঞা এবং
বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রকল্প পরিচালক জনাব আশরাফুল ইসলামের সাথে পৃথক পৃথক ভাবে সৌজন্য সাক্ষাৎ করে।
বাস্থই দলের হয়ে প্রতিনিধিত্ব করেন ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান, সম্পাদক (পেশা) স্থপতি নাজমুল হক বুলবুল, সম্পাদক (পরিবেশ ও নগরায়ন) স্থপতি সুজাউল ইসলাম খান, বাস্থই ড্যাপ বিষয়ক সাবকমিটির সদস্যসচিব স্থপতি আবু মুসা ইফতেখার এবং সাব কমিটির সদস্য স্থপতি আমিনুল ইসলাম ইমন।
দীর্ঘ আড়াই ঘন্টাব্যাপী বৈঠকে ড্যাপ বাস্তবায়নের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া হিসেবে নির্মানশিল্পের চলমান সংকট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্মাণ ও আবাসন খাতে গতি ও পবৃদ্ধি ফিরিয়ে আনার লক্ষ্যে ড্যাপ পুনর্মূল্যায়ন এবং সংশোধন অত্যন্ত জরুরী এবং তা শেষ না হওয়া অবধি এর স্থগিতকরণ এবং এই অন্তর্বর্তীকালীন সময়ে বিকল্প সমাধানের ব্যাপারে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়।
ড্যাপ এর পাশাপাশি বিএনবিসি'র সুষ্ঠু বাস্তবায়ন, প্রস্তাবিত বিধিমালা এবং ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম (ECPS) বিষয়ে বাস্থই তার জোড়ালো অবস্থান ও মতামত ব্যক্ত করে। ECPS বিষয়ে বাস্থই কর্তৃক ইতোমধ্যেই পেশকৃত সুস্পষ্ট প্রস্তাবনাসমূহর ব্যাপারে পুনরায় রাজউক চেয়ারম্যান মহোদয়কে অবহিত করা হয়। তিনি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন এবং যথাশীঘ্র IAB, IEB এবং BIP এর প্রতিনিধিদের নিয়ে একটি সভা আয়োজনের প্রতিশ্রুতি দেন।
দ্বিপাক্ষিক এ আলোচনায় বাংলাদেশ স্থপতি ইনিস্টিটিউট একটি পেশাদার সংগঠন হিসেবে সুষ্ঠু ও পরিকল্পিত নগরায়নের পাশাপাশি টেকসই ও পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে রাজউক কে সবরকমের সহায়তা প্রদানের ব্যাপারে আশ্বাস প্রদান করে।

Affiliations

SAARCH
SAARC
Association of Architects
ARCASIA
Architects Regional Council Asia

CAA
Commonwealth Association of Architects
UIA
Union International Des Architects

Mailing Address

IAB Centre, Plot-11, Road-7, Block-E, Agargaon Sher-E-Banglanagar, Dhaka.

Contact

Tel: +880255007196, +880255007197

Email: mail@iab.com.bd


© 2024 Institute of Architects Bangladesh
Powered by Data Core Lab