গত ১৮ই মে, বৃহস্পতিবার সন্ধ্যায়, আইএবি সেন্টারে বাস্থই ২৫ তম নির্বাহী পরিষদের সাথে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাস্থই'র সহ সভাপতি (জাতীয় বিষয়াদি) প্রফেসর মুহাম্মাদ আলি নকী। দুঘন্টা ব্যাপী এই বৈঠকে ড্যাপ বিষয়ক বিভিন্ন খুঁটিনাটি প্রসঙ্গ নিয়ে দু'পক্ষের মাঝে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বাস্থই নির্বাহী পরিষদের সদস্যদের সাথে ড্যাপ সব কমিটির কতিপয় সদস্যও এ সভায় উপস্থিত ছিলেন।
বিআইপি'র পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদী আহসান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাসেল কবির এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ মোসলেহউদ্দীন হাসান।
বাস্থই সম্পাদক (পরিবেশ ও নগরায়ন) স্থপতি সুজাউল ইসলাম খান, ড্যাপ বিষয়ক বাস্থই'র প্রস্তাবনা সমূহ নিয়ে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন প্রদান করেন। বিআইপি'র উপস্থিত সদস্যবৃন্দ এই প্রেজেন্টেশন কে গোছানো এবং পরবর্তী যে কোনো পদক্ষেপের জন্য অত্যন্ত কার্যকরী বলে অভিহিত করেন।
ড্যাপ এর পাশাপাশি প্রাসঙ্গিক ভাবেই বিএনবিসি'র সুষ্ঠু বাস্তবায়ন, প্রস্তাবিত বিধিমালা এবং ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম (ECPS) নিয়েও দু'পক্ষের মাঝে বিস্তারিত আলোচনা হয়।
দ্বিপাক্ষিক এ আলোচনায় সুষ্ঠু ও পরিকল্পিত নগরায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে পারস্পরিক সমঝোতা ও সহায়তার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়।