২০ মে,২০২৩ ইং বাস্থই প্রাঙ্গণে ২৫ তম নির্বাহী পরিষদের অধীনে ৩য় পূর্ণ সদস্যপদে অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৩০ জন আবেদনকারী সহযোগী সদস্য।
এই পরীক্ষার প্রস্তুতি হিসেবে এবং পরীক্ষার্থীদের ধারণা স্পষ্ট করার লক্ষ্যে এর আগে গত ১৮ মে,২০২৩ ইং উক্ত পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু আবেদনকারীদের জন্য ঢাকা মহানগর ইমারত ( নির্মাণ, উন্নয়ন , সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা ২০০৮ এর উপর একটি CPD ওয়ার্কশপ আয়োজন করা হয়। ওয়ার্কশপে স্থপতি ওয়াহিদ এম আসিফ বিস্তারিত আলোচনা করেন এবং সম্পাদক (সদস্যপদ) স্থপতি আহসানুল হক রুবেল বর্তমান পরীক্ষা পদ্ধতি নিয়ে পরীক্ষার্থীদের ধারণা স্পষ্ট করার জন্য প্রেজেন্টেশন প্রদান করেন।
উল্লেখ্য এবারই প্রথম পরীক্ষার্থীদের জন্য Admit Card এবং পরীক্ষার্থী কোড এর প্রবর্তন করা হয়। এর ফলে এখন থেকে পরীক্ষার্থীরা খাতায় শুধু কার্ড এ উল্লেখিত কোড নাম্বার উল্লেখ করবেন। এর ফলে পরীক্ষক সম্পুর্ণ নিরপেক্ষভাবে একটি খাতা নিরীক্ষা করবেন। প্রশ্নপত্রকে যুগপোযোগী করা ও একজন পূর্ণ সদস্য পদের প্রার্থীকে বিধিমালা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেয়ার লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়।
পরীক্ষার্থীরা অনেক উৎসাহ ও উদ্দীপনার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং নতুন পরীক্ষা কাঠামো তাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলে।